বরিশালে জেলা প্রশাসন কর্তৃক গৃহকর্মী, নরসুন্দর ও দলিত কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

বরিশালে জেলা প্রশাসন কর্তৃক গৃহকর্মী, নরসুন্দর ও দলিত কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। আজ ৬ এপ্রিল সোমবার সকাল ৯ টায় নগরীর সিএন্ডবি রোড উপজেলা পরিষদ এবং ফলপট্টি এলাকায়। বরিশাল সদর উপজেলা পরিষদ এর আয়োজনে ১৭০ টি কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল। সকাল ৯ ঘটিকায় বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০ জন কর্মহীন গৃহকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে সাড়ে নয়টার দিকে নগরীর ফলপট্টি এলাকায় বরিশাল জেলা নরসুন্দর কল্যাণ ইউনিয়ন এর ১০০ জন কর্মহীন নরসুন্দর এর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ১০ টার দিকে দলিত সম্প্রদায়ের ৫০ জন সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল এবং ১ টি সাবান বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর উপজেলা মোঃ মেহেদী হাসান, পিআইও বরিশাল সদর উপজেলা কামরুজ্জামান। এ সময় জেলা প্রশাসক এর পক্ষ থেকে বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত বাহিরে বের না হবার আহবান জানান অতিরিক্ত জেলা প্রশাসক।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest