তালতলীতে কর্মহীন মানুষের পাশে উপজেলা ছাত্র লীগ

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

তালতলীতে কর্মহীন মানুষের পাশে উপজেলা ছাত্র লীগ
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :-  বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে আজ পর্যন্ত সারাদেশে মানুষের পাশে যেসব সংগঠন দাঁড়িয়েছে, তাদের অন্যতম বাংলাদেশ ছাত্রলীগ। অন্য যে কোনো সংগঠনের চেয়ে মানবতার সেবায় এগিয়ে ছাত্রলীগের নেতারা। বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর ব্যক্তিগত উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত ১০ টা পর্যন্ত এবং মঙ্গলবার (৭এপ্রিল) উপজেলার ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শেষ করা হয়। এসময় সামাজিক দুরত্ত্ব বজায় রেখে, বিভিন্ন এলাকার নিম্ন আয়ের পবিারের বাড়ি বাড়ি গিয়ে চাল, আলু, ডাল, সয়াবিন তেল, লবন ইত্যাদি দেওয়া হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু জানান, তার ব্যক্তিগত তহবিল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই দিনে ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি। তবে এই মূহুর্তে সবচেয়ে দুশ্চিন্তায় আছেন যারা দিনে আয় করে দিনে খায়। তাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের নির্দেশনায় তাদেরকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী (চাল,ডাল,লবন, তেল, আলু ) বিতরণ করা হয়েছে। তিনি বলেন, যতদিন ক্রান্তিকালীন সময় থাকবে ছাত্রলীগও সাধারণ মানুষের পাশে থাকবে। একই ভাবে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়েছি। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, বরগুনা জেলা ছাত্রলীগের তথ্য প্রজুক্তি সম্পাদক উখোথিন রাখাইন, সহ সভাপতি সোহেল আরিফ, ইন্দ্র জিত আকাস,আলাল,ইমরান তাহির, দেবাশীষ, প্রিন্স,দেবা, মুসা, প্রমুখ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest