দুমকিতে ৩শ’৫০ কর্মহীন অসহায় পরিবারে খাদ্য বিতরণ

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

দুমকিতে ৩শ’৫০ কর্মহীন অসহায় পরিবারে খাদ্য বিতরণ
মোঃ জসিম উদ্দিন,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের অঘোষিত লক-ডাউনে পটুয়াখালীর দুমকিতে ঢাকাস্থ ‘ইনহ্যারিটেন্স ডেভলপার লি: এর উদ্যোগে ৩শ’৫০ কর্মহীন অসহায় পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স সংলগ্ন সংস্থাটির চেয়ারম্যান মো: মেহেদী হাসান’র বাসভবনের সামনে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস। এসময় দুমকি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল মহিলা কলেজ অধ্যক্ষ মো: জামাল হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মজিবুর রহমান, স্থানীয় গণমাধ্যম কর্মী মো: সহিদুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, মো: আরিফুর রহমান আরাফাত, ‘ইনহ্যারিটেন্স ডেভলপার লি: এর চেয়ারম্যানের ভাই মো: জলিলুর রহমান, মো: আনোয়ার হোসেন, মো: জসিম উদ্দিন, বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মহীন বেকার ও অসচ্ছল দরিদ্র ৩শ’৫০ পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছেন পরে সংস্থার নিয়োগকৃত স্বেচ্ছাসেবকরা তাদের নিজস্ব পরিবহনে শ্রীরামপুর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের তালিকাভুক্ত ৩শ’ ৫০ কর্মহীন বেকার ও অসচ্ছল দরিদ্র পরিবারের ঘরে ঘরে ১৫ কেজি চালের প্যাকেট পৌছে দেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest