টিফিনের টাকা বাঁচিয়ে নাটোরে বড়াইগ্রামে শিক্ষার্থীদের ৫৫ হাজার বৃক্ষ-চারা রােপন

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

টিফিনের টাকা বাঁচিয়ে নাটোরে বড়াইগ্রামে শিক্ষার্থীদের ৫৫ হাজার বৃক্ষ-চারা রােপন

আবু মুসা নাটোর থেকেঃ “সবুজের গানে গানে, এসাে মিলি প্রাণে প্রাণে” এ শ্লােগানকে সামনে রেখে নাটােরের বড়াইগ্রাম ১ দিনের টিফিনের টাকা বাঁচিয়ে এ বছর বৃক্ষ-চারা রােপন মওসুমে ৫৫ হাজার বৃক্ষ-চারা রােপন করেছে ৪৭টি স্কুলের শিক্ষার্থীরা। এ উপলক্ষে শুক্রবার সকাল এগারটার দিকে উপজেলা প্রশাসনের উদ্যােগে নাটাের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ’র সভাপতিত্বে বনপাড়া সেন্ট যােসেফস স্কুল এন্ড কলেজ মাঠে এক সমাপনি অনুষ্ঠানের আয়ােজন করা হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু ম্ত্রণালয়ের উপম্ত্রী বেগম হাবিবুন নাহার এবং বিশেষ অতিথি ছিলেন নাটাের-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোঃ জগলুল হােসেন। এছাড়া বৃক্ষ চারা রােপনের গুরুত্ব ও প্রয়ােজনীয়তার ওপর আলােকপাত করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনােয়ার পারভেজ, কথা সাহিত্যিক আবুল কালাম আজাদ, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হােসেন, বনপাড়া সেন্ট যােসেফ্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডক্টর শংকর ডমিনিক গমেজ, সাংবাদিক জুবায়ের আল মামুন প্রমুখ। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মােকাবেলায় বসবাসযােগ্য পৃথিবী গড়তে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪৭টি৷ স্কুলের শিক্ষার্থীরা ৫৫ হাজার গাছের চারা রােপন করে। এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপম্ত্রী বেগম হাবিবুন নাহার উপস্তিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় বনপাড়া সেন্ট যােসেফস্ স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে গাছের চারা রােপণ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest