তেঁতুলিয়া উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

তেঁতুলিয়া উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলায় রিদয় (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার রণচণ্ডী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রিদয় ওই এলাকার নাসির উদ্দীনের ছেলে। তবে পরিবারের দাবি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যারা ঘরের মধ্যে রিদয়কে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিদয়কে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছে। তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইমলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest