আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতির মৃত্যু, বাড়ি লকডাউন

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতির মৃত্যু, বাড়ি লকডাউন
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি : জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান (মুক্তিযোদ্ধা) জি.এম দেলোয়ার হোসেন মারা গেছে। তার বাড়িটি লকডাউন করেছে জেলা প্রশাসন। তার মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক বার্তা দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে উপজেলার লোছা এলাকায় তার নিজ বাড়িতে মারা যান তিনি। জানাগেছে, আমতলী উপজেলার প্রবীন রাজনীতিবিদ উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন গত মঙ্গলবার নিউমোনিয়ায় উপসর্গ শ্বাস কষ্ট ও জ্বরে আক্রান্ত হন। বুধবার তাকে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বুধবার তিনি ওই হাসপাতালে চিকিৎসা নেন। ওই হাসাপাতালের চিকিৎসকরা তার করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে দেয়। পরে হাসপাতাল থেকে তাকে বাড়ীতে নিয়ে আসে পরিবার। তার মৃত্যুতে উপজেলার রাজনৈতিক অঙ্গণসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। তার মৃত্যুর খবর পেয়ে উপজেলার হাজার হাজার নেতাকর্মী তার বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে জমায়েত হন। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, এএসপি (আমতলী-তালতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম ও আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য আগত নেতাকর্মীদের আহবান জানান। জি.এম দেলোয়ারের ছেলে আমতলী পৌরসভার প্যানেল মেয়র জি.এম মুসা জানিয়েছেন, তারা বাবা নিউমোনিয়ায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিলো। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিকা পারভিন বলেন, সন্দেহে তার বাড়ী লকডাউন ঘোষনা করেন। নমুনার প্রতিবেদন না আসা পর্যন্ত তার বাড়ী লকডাউন থাকবে। মুক্তিযোদ্ধা জি.এম দেলোয়ার হোসেন এর মরাদেহ বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, গতকাল জি.এম দেলোয়ারের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। রিপোর্ট পাবার পরে নিশ্চিত হওয়া যাবে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলো কি না জানা যাবে। তিনি আরও বলেন আইইডিসিআর এর রির্পোট না পাওয়া পর্যন্ত তার পরিবারসহ বৃহত্তর স্বার্থে তার বাড়ি লকডাউন থাকবে। কারণ এই মুহূর্তে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ূন খান শাহিন বলেন জিএম দেলোয়ার নিউমোনিয়ায় আক্তান্ত ছিলেন।তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়েছে।রির্পোট আসলে বলা যাযে তিনি করোনা আক্রান্ত ছিলো কি না।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest