আত্রাইয়ে ত্রাণের আশায় পথ চেয়ে দিন কাটছে তিন বৃদ্ধার

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

আত্রাইয়ে ত্রাণের আশায় পথ চেয়ে দিন কাটছে তিন বৃদ্ধার
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই প্রতিনিধিঃ করোনা ভাইরাসে দেশের এই সংকটময় সময়ে ত্রাণের আশায় পথ চেয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তিন বৃদ্ধার। বৃদ্ধা রহিমা বেওয়া(৮০), ছায়েলা বেওয়া(৭৫) ও মাজেদা বেওয়া(৮০) থাকেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার দমদমা টিনের ছাউনি ঘেরা ছোট্ট ভাঙ্গা মাটির ঘরে। সেই মাটির ঘরে বসবাস করছেন তারা ।রহিমা,স্বামী বক্স প্রামানিক মারা গেছেন প্রায় ৪০বছর আগে। বয়সের ভারে অন্ধত্ব বরণ করায় এখন আর কাজ করতে পারেন না। থাকেন স্বামী পরিত্যক্তা এক মেয়ের কাছে। মেয়েটি বিভিন্ন জনের বাড়িতে কাজ করে তা দিয়েই চলে তাদের জীবন। ছায়েলা বেওয়া স্বামী মৃত আদালী মারা গেছেন প্রায় ২০ বছর আগে। বয়সের ভারে অন্ধত্ব ও পঙ্গুত্ব বরণ করায় এখন আর কাজ করতে পারেন না। থাকেন স্বামীর দেওয়া এক ভাঙ্গা ঘরে । আগে কাজ করতে পারলে ও এখন খেয়ে না খেয়েই জীবন চলে তার। মাজেদা বেওয়া স্বামী মৃত কাদের মোল্লা মারা গেছেন প্রায় ৪ বছর আগে। বয়সের ভারে বার্ধক্য বরণ করায় এখন আর কাজ করতে পারেন না। থাকেন স্বামীর এক টুুকরো জায়গায় । আগে কাজ করতে পারলে ও এখন চেয়ে চিন্তে জীবন চলে তার। শুধু তারাই নন, ওই এলাকার আরো কয়েকটি পরিবারের একই অবস্থায় দিন কাটছে। করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের জীবন ধারণ। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। সারা দেশের মত নওগাঁর আত্রাইয়েও চলছে অঘোষিত লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ। সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী দিলেও তা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই পাচ্ছেনা। এ ব্যাপারে বৃদ্ধা রহিমার মেয়ে মাজেদা বলেন, প্রতিদিনই ত্রাণের অপেক্ষায় থাকেন তারা। অনেকেই ত্রাণ পেলেও আমরা ত্রাণ পাইনা। করোনা ভাইরাসের কারণে কাজের জন্য বাইরে কোন জায়গায় যেতে পারি না।কোন কাজও করতে পারছিনা বৃদ্ধা মাকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে আমাদের । বৃদ্ধা রহিমা অশ্রুসিক্ত কন্ঠে বলেন, কি যেন ভাইরাস করোনায় আমরা মরব না। এইটার জন্য আমাদের ভয় নাই। কিন্তু আমরা ক্ষুধার জন্য মরছি। মাঝে মধ্যেই প্রতিবেশিরা খাবার দেয় তা দিয়ে কি আর চলা যায়। গত কয়েকদিন থেকে মেয়েটি ঘরের বাইরে মানুষের বাড়িতে যেতে পারেনি। ঘরে কোন খাবার নেই আমার। খুব কষ্ট করে চলছি। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। শুনতেছি বিভিন্ন জায়গায় ত্রাণ দেয়। কিন্তু আমরা এখনও তা পেলাম না। অসহায় বৃদ্ধা ছায়েলা বেওয়া বলেন,কত ঝড় ঝঞ্ঝা, আপদ বিপদ আসে সরকার বদল হয়। আমাদের ভাগ্য বদল হয় না। আজ ক’দিন কোথাও যেতে পারিনি শুনেছি কি অসুখ এসেছে দেশে তাই কেউ বাড়ি থেকে বের হতে পারছে না। এক বেলা খেয়ে না খেয়ে দিন পার করছি।কত জন কত কি পায় আমি আজও কিছু পেলাম না। আক্ষেপ নিয়ে বৃদ্ধা মাজেদা বেওয়া বলেন, দেশে কারো কাজ নেই দেশে নাকি মহামারি অবস্থা চারিদিকে শুনি শুধু মৃত্যুর মিছিল, হয়তো এ অবস্থায় আমরা মরব না, তবে না খেয়ে হয়তো মরতে হবে এবার। সরকার নাকি ত্রাণ দেয়, শুধু শুনি আজও কিছু পেলাম না।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest