ঢাকা ২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহী মহানগর ও জেলায় নতুন ৫ জন সহ বর্তমানে ৫২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলার নয়টি উপজেলা মিলিয়ে ৫ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়। এখন রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে আছেন ৫২ জন। জন। ৫৫ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ১৩ জন, বাঘা উপজেলায় ৪ জন, চারঘাট উপজেলায় ২৫ জন, পুঠিয়া উপজেলায় ০ জন, দুর্গাপুর উপজেলায় ৫ জন, বাগমারা উপজেলায় ১ জন, মোহনপুর উপজেলায় ০ জন, তানোর উপজেলায় ৩ জন, পবা উপজেলায় ০ জন ও গোদাগাড়ি উপজেলায় ৪ জন। হোম কোয়ারেন্টিনে থেকে ছাড়া পেয়েছে ১০৬৭ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনে ছিলেন ১১২২ জন। শুক্রবার রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST