বানারীপাড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ‘মাধবপাশা পলাশ জুয়েলার্স’ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৪:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

বানারীপাড়ায়  বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের  ফাইনালে              ‘মাধবপাশা পলাশ জুয়েলার্স’ চ্যাম্পিয়ন
ইরফান সুজন, বরিশাল। বানারীপাড়ায় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাসব্যাপী বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) স্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বাবুগঞ্জের মাধবপাশ পলাশ জুয়েলার্স একাদশ স্বরপকাঠি অাজিবা জামান একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমীন শুভর সভাপতিত্বে সাংবাদিক কে এম শফিকুল অালম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. শাহে আলম।। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে। তিনি স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানান এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার অাহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অাওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা তালুকদার, অফিসার ইনচার্জ(ওসি) মো. খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মন্টুলাল কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এম এ ওহাব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান অাব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার, আইটি বিশেষজ্ঞ মুনিরুজ্জামান অাশরাফী, স্বরূপকাঠি থানার এসআই গাজী নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম অাহ্বায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন, ছাত্রলীগ নেতা দুলাল তালুকদার, পৌর ছাত্রলীগ সভাপতি রুহুল অামীন রাসেল মাল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest