আগৈলঝাড়ায় স্বেচ্ছায় একজন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

আগৈলঝাড়ায় স্বেচ্ছায় একজন হোম কোয়ারেন্টাইনে
মোঃ জহিরুল ইসলাম সবুজ আগৈলঝাড়া প্রতিনিধিঃ মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে বরিশালের আগৈলঝাড়ায় একজন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জানাগেছে, উপজেলার গৈলা ইউনিয়নের তালতার মাঠ গ্রামের খগেন্দ্র নাথ বালা’র পুত্র প্রশান্ত বালা কোন প্রকার অসুস্থ্য না হয়েই স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
প্রশান্ত বালা ঢাকার ক্ষিলক্ষেত এলাকায় বাবু পান্ডের বিলাসী ফার্নিচার নামের একটি দোকানে কাজ করে। সে ওই ফার্নিচারের দোকানে নকশার মিস্ত্রী। মরণঘাতি করোনাভাইরাসের প্রর্দুভাবের কারনে ফানির্চারের দোকানটি বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে এসে তিনি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এব্যাপারে প্রশান্ত বালা জানান, চারিদিকে করোনাভাইরাস আতঙ্ক। এই ভাইরাস থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই ঢাকা থেকে এসেই আমি নিজে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছি। ১৪ দিনের হোম কোয়েরেন্টাইনের জীবনযাপন শেষ করে পরিবারের সবার সাথে একত্রিত হব। আমার মতো সবাই যেন কাজটি করেন। তাহলেই করোনা থেকে বাঁচা যাবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest