নেত্রকোনায় করোনা শনাক্ত ২

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

নেত্রকোনায় করোনা শনাক্ত ২
রিফাত আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি:- অবশেষে এই প্রথম নেত্রকোনায় করোনা ভাইরাসে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছে। আক্রান্ত্রদের বাড়ি ও কর্মস্থল লক ডাউন করেছে প্রশাসন। জেলার খালিয়াজুরি স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স আফরোজা আক্তার (২৫) ও নেত্রকোনা সদরের মদনপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ঢাকা থেকে আসা সবুজ চৌধুরী (৪৫) নামে এক ব্যাক্তি। নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খানের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় প্রমাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকায় করোনায় বেশ কয়েকজন মারা যাওয়ায় নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের উক্ত শ্রমিক (৪৫) তিন দিন আগে বাড়ীতে ফিরে আসেন। গত বৃহস্পতিবার থেকে তার শরীরে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় তিনি শুক্রবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা করাতে আসলে ডাক্তারদের সন্দেহ হওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে। অপরদিকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্সের (২৫) শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় স্থাস্থ্য কর্মীরা তার শরীর থেকেও নমুনা সংগ্রহ করে দুটি নমুনাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজী বিভাগের পরীক্ষাগারে প্রেরণ করে। সেখানে তাদের নমুনা পরীক্ষার পর নমুনায় করোনার ভাইরাস সনাক্ত হয়। সেখান থেকে সন্ধ্যা ৬টায় দিকে নেত্রকোনা সিভিল সার্জনকে রেজাল্ট জানিয়ে দেয়া হয়। এ ব্যাপারে নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম আরো জানান, করোনার সংক্রমন ঠেকাতে স্থানীয় প্রশাসন আক্রান্ত দুজনকে আইসোলেশনে রেখেছে। সেইসাথে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষীপুর গ্রামটিকে লকডাউন ঘোষনা করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest