লালমোহনে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ৩ গ্রাম লকডাউন

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

লালমোহনে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ৩ গ্রাম লকডাউন
ইমতিয়াজুর রহমান , স্টাফ রিপোর্টারঃ ভোলার লালমোহনে করোনা উপসর্গ নিয়ে আবু কালাম সর্দার (৫৫) নামের এক ব্যক্তি মারা গিয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কাশ্মির এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাশ্মির, একটি গুচ্ছগ্রাম ও পাশ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির নির্দেশে আগামী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন সিপিপির সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ। এব্যাপারে লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান বলেন, ওই রোগীর খবর পেয়ে সকালে তার বাড়িতে গেলে প্রথমে তারা ঘটনা অস্বীকার করে। কিছুক্ষণ পর তারা ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসলে সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করি। পরে তা সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঢাকায় প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বুঝা যাবে তিনি করোনা আক্রান্ত কিনা।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest