ঢাকা ১১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি টিনসেড বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবাররা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। পুড়ে যাওয়া ঘরের মালিক জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মূহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। একে একে ৮টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে, এসময় গ্রামের মসজিদের মাইকে আগুন লাগার খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভাতে সহায়তা করেন। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট আগুন নেভাতে এসে প্রায় ঘন্টা ব্যাপি প্রাণপণ চেষ্টা চালিয়ে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রে নিয়ে আসলেও ততক্ষণে আগুনে পুড়ে ৮টি বসতঘরের ব্যবহার সামগ্রীসহ হাঁস-মোরগ, প্রয়োজনীয় কাগজ-পত্র, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ২০লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। গতকাল শুক্রবার সকাল ১০টায় ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম অগ্নিকান্ডস্থল পরিদর্শনকালে জানান, ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে ৩বান্ডেল করে ২৪বান্ডেল ঢেউটিন, নগদ ৯হাজার করে ৭২হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ১৫কেজি করে ১২০কেজি চাল দেয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST