রূপপুর প্রকল্পের বিদেশি কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

রূপপুর প্রকল্পের বিদেশি কর্মকর্তার মৃত্যু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক বেলারুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম ইহার বেলাহু (৪৯)। তিনি রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ট্রেট রোশেম লিমিটেডের’ উপপরিচালক ছিলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, ইহার বেলাহু বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে প্রকল্পের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের পর মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখার ব্যবস্থা করা হয়েছে। পরে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানো হবে বলে জানান ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার।
Chat Conversation End

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest