ঢাকা ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯
বিশ্বের ফুটবল প্রেমিদের জন্য ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই টান টান উত্তেজনা, রোমাঞ্চ। মুখোমুখি লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না দুদলের খেলোয়াড়রা। এমনকি টিভি সেটের সামনে বসা দুদলের বিশ্বের কোটি কোটি ভক্তের মধ্যে চলে তর্কবিতর্ক।
দীর্ঘ প্রতিক্ষা শেষে আবারো এসেছে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে গড়াবে দুদলের মহারণ। স্বভাবতই স্নায়ুক্ষয়ী এক ম্যাচ উপভোগের অপেক্ষায় ফুটবল দুনিয়া।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিইআইএন স্পোর্টস, টিওয়াইসি স্পোর্টস, স্পোর টিভি এবং এফইউবিওটিভি। তবে বাংলাদেশ থেকে এগুলোতে প্রবেশাধিকার নেই বললেই চলে।
এদিন রাতে ফুটবলের অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী নিজেদের মধ্যকার ১১২তম ম্যাচে মাঠে নামছে। এটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ইতিমধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। পুরো ফুটবলবিশ্ব আরও একটি সুপার ক্লাসিকোর সাক্ষী হতে অধীর আগ্রহে বসে আছে।
ব্রাজিল-আর্জেন্টিনা সবশেষ একে অপরের মোকাবেলা করে গেল জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে। সেই সাক্ষাতে আলবিসেলেস্তেদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেন সেলেকাওরা। শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী শিরোপা ঘরে তোলেন তারা। তবে এর পর আর কোনো জয় পায়নি সাম্বার দল।
অপরদিকে , নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেছেন মেসি। সবকিছু ঠিক থাকলে এ ম্যাচে খেলবেন তিনি। ফলে প্রতিশোধ নেয়ারও সুযোগ পাচ্ছেন হালের ফুটবল ক্রেজ। অধিকন্তু ইনজুরির কারণে ব্রাজিল দলে নেই প্রাণভোমরা নেইমার। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খাটো করে দেখার উপায় নেই।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST