বরিশালে হাতেমআলী কলেজকে লকডাউন করা হয়েছে

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

বরিশালে হাতেমআলী কলেজকে লকডাউন করা হয়েছে
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাস থেকে নিজেদের নিরাপদে রাখতে বরিশাল নগরীর সরকারী সৈয়দ হাতেমআলী কলেজকে লকডাউন করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ সময় বহিরাগত কাউকে প্রবেশ করতে দেয়া হবেনা কলেজ এলাকাতে। জানা যায়, কলেজের অধ্যক্ষ মহোদয়ের উদ্যোগে এ পদক্ষেপ গ্রহন করা হয়েছে। দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কলেজের স্টাফ, শিক্ষক, দারোয়ানদের স্বাস্থ্য সুরক্ষা নিরাপদ রাখতে এমন প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। কলেজের মধ্যে মসজিদ থাকাতে বহিরাগতদের প্রবেশাধিকার ছিলো উন্মুক্ত,বর্তমানে সরকার কর্তৃক ঘোষিত ওয়াক্তের নামাজে ৫ জন এবং জুম্মার নামাজে ১০ জন নির্ধারন করাতে এটি আরও জোড়দার করা হয়েছে। বর্তমানে কলেজের মুল গেটে, পিছনের গেট এবং সি এন্ড বি রোডস্হ মধ্য গেটে তালাবদ্ধ করে লকডাউন করা হয়েছে। এ কাজে সার্বক্ষণিক সহোযোগীতা প্রদান করছে কলেজের নিরাপত্তা প্রহরী শাকিল, সালাম ও মানিক। এ সময় তারা মাইকিং করে কাউকে এলাকায় প্রবেশ না করার জন্য অনুরোধ করেন। তাছাড়া অত্র এলাকায় কেউ যাতে অতি প্রয়োজন ছাড়া বাইরে যেতে না পারে তার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয় কলেজ কর্তৃপক্ষ থেকে। উক্ত লকডাউনের ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ মোস্তফা কামাল জানান, আমরা অত্র কলেজ এরিয়ার সকল মানুষের স্বাস্হ্য সুরক্ষার নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্দ্যেগ গ্রহন করেছি। বহিরাগত প্রবেশাধিকার নিষিদ্ধ করলে রোগের প্রকোপ অনেকটাই রোধ করা সম্ভব। তিনি এ সময়ে স্হানীয় লোকজনকে এই নিয়ম মেনে চলার আহবান প্রদান করেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ লকডাউন থাকবে বলে নিশ্চিত করেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest