বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ৯১ জনকে জরিমানা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ৯১ জনকে জরিমানা

মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় ৯১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ এপ্রিল) বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দূরত্ব না মেনে চলার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৯১ জনকে ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। বাগেরহাটের ৯ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কাজ করে যাচ্ছে। সামাজিক দূরত্ব মেনে চলতে প্রশাসন এখানকার মানুষদের বারবার তাগিদ দিলেও অধিকাংশরাই তা মানছেন না বলেও জানান তিনি। এই নিয়ে গত তিন দিনে ২৪৪ জনকে সামাজিক দুরত্ব না মানার অপরাধে জরিমানা করে বাগেরহাটের ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় ৯১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ এপ্রিল) বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest