মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি:- করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে দেশের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। তেমনি বরগুনার তালতলী উপজেলার স্বেচ্ছাসেবী একটি সংগঠন তালতলী ব্লাড ডোনার ক্লাব রোববার সকাল থেকেই উপজেলার তালতলী বাজারে সাপ্তাহিক হাট হওয়ায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে। ভাইরাসটির প্রাদুর্ভাব থাকা পর্যন্ত মাঝে মাঝে এ জীবাণুনাশক ওষুধ ছিটানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এছাড়া সব ধরনের যানবাহনে, বাসা বাড়ির দরজা, জানালা, গেটে, রাস্তায় এমনকি উপজেলার অলিতে গলিতে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। মাইকিং করে শহরবাসীকে ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি অসহায় মানুষের বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি । তালতলী ব্লাড ডোনার ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনি তিনি বলেন। তালতলী ব্লাড ডোনার ক্লাবের সাথে আজ মাঠে থেকে তাদের উৎসহ দিয়েছে। তবে ওদের এমন কর্মকান্ডে সাধারণ মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। নাকে মুখে ধুলা বালি প্রবেশ করলে সাধারণত সর্দি ও হাঁচি কাশি বেশি হয়ে থাকে। আর করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণের অন্যতম এই সর্দি, হাঁচি-কাশি। রাস্তায় ধুলো বালি কমে যাওয়ায় স্বাভাবিক কারণেই সর্দি, হাঁচি-কাশি কমে যাবে। এতে করে সর্দি, হাঁচি কাশি হলেই যাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার যে আতঙ্ক ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, তা কমে যাবে। এভাবে টানা জীবাণুনাশক ওষুধ ছিটানো হলে এবং এলাকা বাসি যদি ঘরে থাকেন তাহলে করোনাভাইরাস তালতলীতে মহামারী আকার ধারণ করতে পারবে না। এ বিষয় তালতলী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল আহমেদ বলছেন । দেশের এই ক্রান্তিলগ্নে আমরা তরুণরা হাতে হাত কাঁধে কাধ রেখে করোনা ভাইরাস থেকে মানুষদের সচেতন করতে চেস্টা করছি। এবং করনা ভাইরাসের কারণে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছি। আমদের অনুরোধ আপনারা বিনা করনে রাস্তায় বের হবেন না। বাসায় থাকুন, সুস্থ্য থাকুন। সচেতনতামূলক কাজে এসময় উপস্থিত ছিলেন তালতলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনি, ফয়সাল আহমেদ, মিনহাজুল আবেদিন মিঠু, আকন মামুন, ইমরান মামুন, হাওলাদার মোঃ নাসির উদ্দিন ,সফিকুল ইসলাম রাজু,ইন্দ্রজিত চন্দ্র কৃষ্ণ, আরিফ রাজা, রাহাত মিনহাজ,এইচ এম সোহেল, ইমরানুল হক তুহিন, মোহাম্মদ বাদশা,আলাউদ্দিন আলাল, ওয়ালিউর রহমান মিরাজ প্রমুখ।