রামেকের পিসিআরে ৩৯৪ জনের করোনা পরীক্ষায় দু’জনের পজেটিভ

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

রামেকের পিসিআরে ৩৯৪ জনের করোনা পরীক্ষায় দু’জনের পজেটিভ
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো:  রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ৩৯৪ জনের করোনা আশঙ্কায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এর মধ্যে দুইজনের পজিটিভ এসেছে। এর মধ্যে একজন বগুড়ার ও অন্যজন রাজশাহীর পুঠিয়া উপজেলার। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাক্তার আজিজুল হক আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে আরো চারজন ভর্তি হয়েছে। এরমধ্যে তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। একজনের করা হবে ইচ্ছা করলেই করোনা টেস্ট করাতে পারবে না নির্ধারিত একজন ডাক্তার দেখে যদি মনে করেন তাঁর করোনা টেস্ট করানো প্রয়োজন সে ক্ষেত্রেই টেস্ট করা হবে। পুঠিয়ার যে ব্যক্তি করোনা পজেটিভ হয়েছে তাকে বাড়িতেই আইসোলেশন রাখা হয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্র তাকে দেয়া হবে।  কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং তাকে যেখানে প্রয়োজন সেখানেই রেখে চিকিৎসা দেওয়া হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest