বরিশালে মেয়রের পক্ষ থেকে রাতের আঁধারে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন কাউন্সিলর জাকির মোল্লা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

বরিশালে মেয়রের পক্ষ থেকে রাতের আঁধারে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন কাউন্সিলর জাকির মোল্লা
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ সরেজমিনে গিয়ে দেখা যায়, বরিশাল সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এম, সাইদুর রহমান জাকির করোনায় হোম কোয়ারেন্টাইনে থাকা গরীব অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্রসামগ্রী বিতরণ করেন। প্রতিদিন রাতে ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় নিজে উপস্থিত হয়ে এসব খাদ্যসামগ্রী বিতরন করতে দেখা গেছে তাকে। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, দুই কেজি পিঁয়াজ, এক কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার করে তেল। প্রতিদিনের ধারাবাহিকতায় গতকাল রাত সাড়ে ১১ টায় ওয়ার্ড’র বিভিন্ন এলাকায় ২০০ শত অসহায় দরিদ্র পরিবারের বাড়ি গিয়ে তাদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। কাউন্সিলর জাকির মোল্লা বলেন, দেশের এই সংকটপূর্ণ সময়ে আমাদের সিটি কর্পোরেশন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পক্ষ থেকে আমি চেষ্টা করছি যারা এই অসহায় শ্রেনীর মানুষ আছেন করোনার কারনে বাহিরে বের হচ্ছেন না,  কাজ করতে পারছেন না তাদের বাড়িতে গিয়ে সহযোগিতা করার। এছাড়াও তিনি সকল এলাকার বিত্তবানদের এই সময়ে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার আহবান জানান। এই কার্যক্রমে সেচ্ছাসেবকদের খাদ্রসামগ্রীর বিতরণের ছবি তুলতে নিষেধ করেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest