টাঙ্গাইলের মধুপুরে প্রথম করোনা রোগী সনাক্ত

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

টাঙ্গাইলের মধুপুরে প্রথম করোনা রোগী সনাক্ত
মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গোবুদিয়া এলাকায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। বেরীবাইদ ইউনিয়নের (পূর্বে ছিল অরণখোলা ইউনিয়ন) এর গোবুদিয়া গ্রামের নাসির উদ্দিন ফকির (৩৫) নামে এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়েছে। তিনি গোবুদিয়া গ্রামের ইসহাক ফকির এর ছেলে। উল্লেখ্য যে, করোনা আক্রান্ত ব্যক্তি নাসির উদ্দিন ফকির (৩৫) দুই তিন দিন আগে ঢাকা নারায়ণগঞ্জ থেকে পালিয়ে এসেছিলেন। মধুপুর উপজেলা প্রশাসন খোজ পেয়ে তার বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। গতকাল(১২এপ্রিল) রাতে তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। তারপর তার বাড়িটিই লকডাউন করে দেয় প্রশাসন। করোনা পজিটিভ ধরা পড়ায় আজ সকালেই এলাকার জনগণ স্বেচ্ছায় তাদের গ্রামটিও লকডাউন করে দিয়েছেন। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা এর সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান মেডিক্যাল টিম ওই বাড়ীতে গেছেন তাকে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্হকমপ্লেক্সে আনার জন্য।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest