ঐতিহাসিক কান্তজীউ রাসমেলায় অশ্লীল নৃত্য ১১টি যাত্রার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

ঐতিহাসিক কান্তজীউ রাসমেলায় অশ্লীল নৃত্য ১১টি যাত্রার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাসমেলায় অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে ১১টি যাত্রার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। ১৫ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলার ১১টি প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দেন সদ্য যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল হাসান। তিনি বলেন, মেলার উদ্বোধনের রাত থেকেই মেলাটিতে যাত্রাপালা ও জাদু প্রদর্শনের নামে অশ্লীল নৃত্য পরিবেশিত হয়ে আসছিল। যাত্রাপালা ও জাদু দেখানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি নেই। তাই তাদের প্যান্ডেলগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরও তারা যদি আবার প্যান্ডেল গড়ে তোলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest