বরিশাল বাবুগঞ্জে তিনজন কারোনা রোগী সনাক্ত: উপজেলা কমপ্লেক্স লকডাউন

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

বরিশাল বাবুগঞ্জে তিনজন কারোনা রোগী সনাক্ত: উপজেলা কমপ্লেক্স লকডাউন
শফিউর রহমান কামাল:বর্তমানে বাবুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন চিকিৎসা কেন্দ্রের নার্স নাজমুন নাহার ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আবুল কালাম এবং চিকিৎসা নিতে আসা রোগী হাওয়া নূর বেগম । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ সুভাষ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান , “শেবাচিমের ল্যাবে তিনজনেরই করোনা পরীক্ষায় রেজাল্ট পজিটিভ এসেছে । একজনকে এখন শেবাচিমের করোনা ওয়ার্ডে রেফার্ড করা হয়েছে বাকি দুজন শারিরীকভাবে স্বাভাবিক থাকায় হোম কোয়ারেন্টাইনে আইসোলেটেড চিকিৎসা নিবেন।”তিনি আরো জানান,” সকল স্টাফ হোম কোয়ান্টোইনে যাবেন। হাসপাতাল লকডাউন করা হচ্ছে।” বর্তমানে এই নিয়ে বরিশালে ৬ জন covid-19 এ আক্রান্ত রোগীর সংখ্যা মিলেছে । এর আগে সোমবার বিকেলে গৌরনদীতে এক নারীর শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে ।পরবর্তী রবিবার বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জের দুজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest