ঘোড়াঘাটে কমিউনিটি ক্লিনিকে বেড়েছে রোগীর সংখ্যা

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

ঘোড়াঘাটে কমিউনিটি ক্লিনিকে বেড়েছে রোগীর সংখ্যা
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:-  একদিকে মহামারী করোনা ভাইরাস! অপর দিকে মনের সন্দেহ! সব মিলিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার কাদিমনগর কমিউনিটি ক্লিনিকে বেড়েছে রোগীর সংখ্যা। সরজমিনে গিয়ে দেখা যায়, নতুন ভবন নির্মানের কাজ চলছে কাদিমনগর কমিউনিটি ক্লিনিকের। এমন অবস্থায় পাশের একটি দোকানঘরে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ক্লিনিকের চিকিৎসকরা। অফিস চলাকালীন সময়ে সামাজিক দুরত্ব মেনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে একাধিক সেবাপ্রার্থী রোগীকে। অন্যান্য সময় প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন রোগী সেবা নিত। কিন্তু বর্তমানে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ জন রোগী সেবা নিতে আসছে। সেই সাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আগত ব্যক্তিদের তালিকা তৈরির কাজও করছে কাদিমনগর কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা কাদিমনগর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আতিকুর রহমান বলেন, অন্য সময়ের তুলনায় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে জ্বর, কাঁশি সহ আবহাওয়া পরিবর্তন জনিত রোগীর সংখ্যাই বেশি। আমরা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্য ঔষধ বিতরনের পাশাপাশি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষায় রোগীদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest