বরিশালে ১লা বৈশাখে জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে প্রয়োগ

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

বরিশালে ১লা বৈশাখে জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে প্রয়োগ
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বিশ্ব আজ থেমে গেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে। আজ বাঙালি জাতির মহা উৎসবের দিন পহেলা বৈশাখ ১৪২৭ ঢাক-ঢোল শাঁখ বাজিয়ে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ কে বরণ করে নেয় বাঙালি জাতি। কিন্তু এবার পহেলা বৈশাখ ১৪২৭ উদযাপন করা হচ্ছে ভিন্ন আঙ্গিকে নিজ নিজ গৃহে জনসমাগম না করে সামাজিক দূরত্ব বজায় রেখে। আজকের দিনে জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় বরিশাল নগরীর বিভিন্ন অলিগলি এবং গুরুত্বপূর্ণ সড়ক, কাঁচাবাজার, লঞ্চঘাট, খেয়াঘাট সংলগ্ন স্থানে করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে করা হচ্ছে। দিনভর চলবে জেলা প্রশাসন এর আয়োজনে বরিশাল নগরীতে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রম। আজ ১৪ই এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বরিশাল নগরীর পুরাতন কালেক্টরেট ভবন বিভাগীয় জাদুঘর সংলগ্ন বরিশাল সিটি কর্পোরেশনের সামনে এ কাজের শুভ সুচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। সিটি কর্পোরেশনের সামনে থেকে সদর রোড হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ভাগ হয়ে ৭ টি গাড়ির মাধ্যমে জীবানুনাশক পানি স্প্রে করা হবে। এ কাজে সহযোগিতা করেন জেলা প্রশাসন বরিশাল, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বরিশাল, সহজ ও জনপদ, এলজিআইডি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest