হিলি স্থলবন্দর থেকে হিলি-বগুড়া রুটে যাত্রিবাহী বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

হিলি স্থলবন্দর থেকে হিলি-বগুড়া রুটে যাত্রিবাহী বাস চলাচল বন্ধ

মোঃ লুৎফর রহমান
হিলি দিনাজপুর
নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে হিলি-বগুড়া রুটে অনিদ্রিষ্টকালের জন্য যাত্রিবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। এতে করে বিপাকে পড়েছেন ওই পথে চলাচলরত যাত্রিরা।

আজ শনিবার সকাল থেকেই চালকরা নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এই কর্মসুচি পালন করছেন। এতে করে ওই পথে চলাচলরত যাত্রিরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন। তবে হিলি থেকে হিলি-দিনাজপুর, হিলি-জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস চালকরা জানান, আমরা চালকরা বাস চালাই কেউতো ইচ্ছা করে দুর্ঘটনা ঘটাইনা বা কাউকে চাপা দেয়না। সড়কে ভ্যান রিক্সা সিএনজির যে চাপ তারাতো ডান বাম বোঝেনা, কিন্তু এখন কোন কারনেই একটি দুর্ঘটনা ঘটলেই তাতে কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদন্ড বা আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। আমাদের এতো টাকা দেওয়ার সামর্থও নাই আর আমরা বাস চালায়ে জেলখানায় যেতে চাইনা। তাই এই নতুন আইন সংস্কারের দাবীতে আমরা নিজেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest