মির্জাগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রাখতে সুবিদখালীর প্রধান কাঁচা বাজার হাইস্কুল মাঠে স্থানান্তর

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

মির্জাগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রাখতে সুবিদখালীর প্রধান কাঁচা বাজার হাইস্কুল মাঠে স্থানান্তর
কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিরতিহীনভাবে সচেতনতামূলক প্রচারপত্র বিতরন, জনসমাগম এড়িয়ে চলাসহ জরুরী প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হয়ে ঘরে অবস্থান করার জন্য প্রচার- প্রচারণা চালালেও সাধারন মানুষ নিষেধাজ্ঞা অমান্য করে হাট বাজারে ভিড় করছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-বেচার জন্য সুবিদখালীর প্রধান কাঁচা বাজারটি সুবিদখালী সরকারী হাই স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল বুধবার সকাল ৭টা থেকে ৫টা পর্যন্ত জনসাধারণ সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কাঁচাবাজার ক্রয় করতে পারবেন। উপজেলার সুবিদখালী বাজার,মহিষকাটা বাজার, কাঠাঁলতলী বাজার ও দেউলী বাজারের সাপ্তাহিক হাটে প্রচুর লোকের সমাগম দেখা যায়। মাইকিং করে সাপ্তাহিক হাট বন্ধ রাখার অনুরোধ করলেও সাধারণ জনগণ এসব নিষেধাজ্ঞা আমলে না নেয়ায় “মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি ও মির্জাগঞ্জ উপজেলা ষ্টুডেন্ট ওয়েব” সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচার সুবিধার্থে উপজেলা সদর সুবিদখালী বাজারের প্রধান কাঁচা বাজারটি সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানান্তরের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান। বিদ্যালয় মাঠে হাট বসানোর দাবী সম্বলিত পোষ্টটি ফেসবুকে প্রকাশের পর স্থানীয় বাসিন্দারা দাবীর প্রতি সমর্থন জানিয়ে তা বাস্তবায়নের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এলাকাবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন আজ মঙ্গলবার দুপুরে সুবিদখালী হাইস্কুল মাঠ পরিদর্শন করে সামাজিক দূরত্ব বজায় রেখে মাছ ও কাঁচা তরকারীর অস্থায়ী দোকান স্থাপনের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর পরই মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি ও মির্জাগঞ্জ উপজেলা ষ্টুডেন্টস ওয়েব এর স্বেচ্ছাসেবকরা সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচার সুবিধার্থে সুবিদখালী হাইস্কুল মাঠে আলাদা আলাদা দোকানের জন্য সীমানা নিধার্রনে কাজ শুরু করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন জানান, আগামীকাল বুধবার থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সুবিদখালী সরকারী হাই স্কুল মাঠে মাছ ও কাঁচা বাজারে ক্রয় বিক্রয় চলবে। সুবিদখালী বাজারে স্থান স্বল্পতার কারনে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হওয়ায় এখানে স্থানান্তর করা হয়েছে।এখানে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে জনসাধারণ মাছ ও কাঁচাবাজার ক্রয় করতে পারবেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest