আল-কারিয়া চৌধুরী জয়পুরহাট প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারনে কর্মহীন ঘরে বসে থাকা জয়পুরহাটের পাঁচবিবিতে ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে এমপি। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার কুসুম্বা ইউপি’র হরেন্দা, সোনাকুল খুনাপুকুর আদিবাসী পাড়া, চিকন মাঁটিয়া আবসন, জয়হার, আবারপাড়া, খুলু পাড়া ও কাঁশিয়া বাড়ি আদিবাসী পল্লীসহ বিভিন্ন গ্রামের গরীব ও অসহায়দের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, সাবান ও তৈলসহ নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান ও পৌর আ.লীগের যুগ্ন-সম্পাদক মো. জিহাদ মন্ডল পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আঃ হালিম সাবু প্রমুখ।