খুমেকের ৬০ করোনা টেস্টে বাগেরহাটের সনাক্ত একজন

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

খুমেকের ৬০ করোনা টেস্টে বাগেরহাটের সনাক্ত একজন
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর মেশিনে ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে একটি। শনাক্ত হওয়া ওই রোগীর (৩৫) বাড়ি বাগেরহাট জেলার চিতলমারীতে। এটা বাগেরহাট জেলায় পাওয়া প্রথম করোনা রোগী। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় খুমেকের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী আলোকিত সময়’কে এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার খুলনা বিভাগে মোট ৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে একজনের পজিটিভ পাওয়া গেছে, তার বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। চিতলমারীতে শনাক্ত হওয়া ওই রোগীর প্রতিবেশিরা জানান, শনাক্ত হওয়া ওই ব্যক্তি মাদারীপুরের একটি মসজিদে ইমামতি করতেন। গত ৫-৬ দিন আগে তিনি চিতলমারীতে এসেছেন। তার খুসখুসে কাসির উপসর্গ থাকায় করোনা টেস্ট করা হয়। তিনি এখন বাড়িতে আছেন। এদিকে মঙ্গলবার পর্যন্ত খুমেকে টেস্ট হয়েছে ২৭৫টি। এর মধ্যে চারটি রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার একজন, বাগেরহাটে একজন, নড়াইলের একজন ও যশোরের একজন করে শনাক্ত হয়েছেন। এছাড়াও আইইডিসিআরের টেস্টে চুয়াডাঙ্গা জেলার একজনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে খুলনা বিভাগে মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেলো। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম জানান, যে ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কথা উঠেছে তিনি ৯ তারিখ চিতলমারীতে এসেছেন। তিনি স্বাভাবিক ছিলেন। জেলার বাইরে থেকে আসায় তার নমুনা সংগ্রহ করা হয়। তার অফিসিয়াল কোনো রিপোর্ট এখনও পাইনি। মৌখিকভাবে শুনে তার বাড়িতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান মিলনসহ যাই। তিনি এখনও সুস্থ রয়েছেন। তবে ওই বাড়ির লোকজনকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest