কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী হটলাইন ১০৬ প্রচারে র‌্যালি ও মটর সাইকেল শোডাউন

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি \ দুর্নীতি বিরোধী হটলাইন ১০৬ নম্বর প্রচারে র‌্যালি ও আলোচনা সভা গতকাল বুধবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রিড়া চক্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রিড়া চক্র থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান পথ প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশীদ, মাগুড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব, মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রিড়া চক্রের সভাপতি শাহিনুর আলম শাহিন প্রমুখ। পরে দুর্নীতি বিরোধী হটলাইন ১০৬ নম্বর প্রচারে ¯েøাগান দিতে দিতে বিশাল মটর সাইকেল শোডাউন করা হয়েছে। শোডাউনটি মাগুড়া ইউনিয়নের প্রতিটি রাস্তা ও অলিগলি দিয়ে করা হয়। এসময় ১০৬ নম্বর প্রচারে দুর্নীতির হুঁশিয়ারী কার্ড ও ষ্টিকার বিতরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest