নলছিটিতে পি.এস.সি সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ৬:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

নলছিটিতে পি.এস.সি সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ঝালকাঠির নলছিটি উপজেলার ডহরা নৈকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পি.ই.সি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। পি.এস.সি পরীক্ষার্থীদের মাঝে এসময় প্রবেশপত্র, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়’র কক্ষে ডহরা নৈকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শুভকামনা জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা ওসমান গনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান,দৈনিক ভোরের কাগজের নলছিটি উপজেলা প্রতিনিধি ও নলছিটি সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান, সহকারী শিক্ষিকা নাসরিন জাহান, উজ্জ্বল বণিক, সাদিয়া আক্তার ও সৈয়দা আয়েশা সিদ্দিকা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ মোস্তফা তালুকদার, অভিভাবক সদস্য মামুন হোসেন, আব্দুল কুদ্দুস হাওলাদার, দুলাল মোল্লা প্রমুখ। বিদায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কে এম তরিকুল ইসলাম (রাসেল)।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest