ডা. মইন উদ্দিন, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রথম করোনা যোদ্ধা

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

ডা. মইন উদ্দিন, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রথম করোনা যোদ্ধা
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি,ঢাকাঃ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক…ডা. মইন উদ্দিন। সুনামগঞ্জ উপজেলার সাতক গ্রামের বাসিন্দা। জীবনে অনেক অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন, অথচ নিজে যখন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, তখন পুরো সিলেটের কোন হাসপাতালে একটি আইসিইউ বেড খুঁজে পেলেন না তিনি। শুধু মাত্র আইসিইউ সাপোর্ট পেতে ওনাকে সিলেট থেকে ঢাকায় আসতে হয়েছে, এরপর আজ সকাল সাড়ে ৭টার দিকে কুর্মিটোলা হাসপাতালে ওনার মৃত্যু হয়। মানবতার কথা বলি আমরা,কিন্তু মানবতা জীবন বিলীন করে প্রমাণ করতে হবে? যেমনটি করতে হয়েছে ডা. মইন উদ্দিনের মত মানব দরদী একজন ভালো মানুষকে। মানবতা মানুষের জীবন পরবর্তীতে তার বিলীন হওয়ার মধ্যে দিয়েই প্রকাশ পায়, এই কথাটি মেনে নিতে কষ্ট হয়। একজন ডাক্তার, করোনা ভাইরাসের সংক্রমনের পর রোগীর সবচেয়ে কাছের মানুষটি। যাকে মরার পর পুরস্কৃত করা হবে বলে প্রচার করা হচ্ছে। কিন্তু এই মানুষটিকে বা করোনা যোদ্ধা নামে খ্যাত ব্যক্তিটিকে একটি পিপিই এর অভাব অনুভব করতে হয়েছে বার বার। পিপিই না পাওয়ার অভাব নিয়েই চিকিৎসা দিতে হয়েছে পৃথিবী উলট পালট করা এই ভাইরাসের বিরুদ্ধে। মৃত্যু অনিবার্য, কিন্তু যে মৃত্যু অনাকাঙ্ক্ষিত তার শুন্যতা পূরণ করা অসম্ভব। মানবতা মানুষের কল্যাণের জন্য,, মানবতা বিক্রি না করে সেবার ভ্রুত নিয়ে যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসার সাথে সাথে নিরাপত্তার গ্যারান্টি দরকার। তাহলেই আমরা বলতো পারবো ” আমরা পারবো করোনা ভাইরাসের মহামারী রুখতে, পৃথিবীকে নতুন করে বাঁচাতে”। সকল ডাক্তার তার প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণ নিয়েই চিকিৎসা দিবে,,এটা তার চাওয়া নয়- অধিকার। “স্যালুট সকল ডাক্তার” স্যালুুট ডা. মইন উদ্দিন আপনাকে। “নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখতে ঘরে থাকুন।”

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest