মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ায় ইউপি সদস্যকে জরিমানা

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ায় ইউপি সদস্যকে জরিমানা
কামরুজ্জামান বাঁধন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সরকারি ১০টাকা কেজির চাল ওজনে কম দেয়ার অপরাধে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের পিতা ও ইউপি সদস্যকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বুধবার(১৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ডিলার মো. মাসুম বিল্লাহ উপজেলার ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. আবদুল বারী সিকদারের ছেলে। সূত্রে জানা যায়, বুধবার(১৫ এপ্রিল) দুপুরে মিজার্গঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিছমতপুর গ্রামে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা লক্ষ্যে নির্দিষ্ট উপকারভোগীদের মধ্যে ১০টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম চলছিল। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কার্ডধারীকে ১০টাকা কেজিতে জনপ্রতি ৩০কেজি করে চাল দেয়ার কথা থাকলেও খাদ্যবান্ধব কর্মসূচির স্থানীয় ডিলার মো.মাসুম বিল্লাহ’র পিতা কাকড়াবুনিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো.আবদুল বারী সিকদার উপস্থিত থেকে সরকারি নিয়ম না মেনে ওজনে কারচুপি করে প্রত্যেক হতদরিদ্রকে ২/৩ কেজি করে ওজনে কম দিয়ে চাল বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এসময় ইউপি সদস্য মো.আবদুল বারী সিকদার ওজনে চাল কম দেয়ার বিষয়টি স্বীকার করলে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব জানান, ওজনে কম চাল দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ধারা-৪৬ মোতাবেক ডিলারের পিতা ও ইউপি সদস্য মো. আবদুল বারী সিকদারকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest