বরিশালের গৌরনদীর জুয়া, ইয়াবা, গাজা এবং চান্দার টাকা ভাগাভাগি করতে গিয়ে সংঘর্ষ

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

বরিশালের গৌরনদীর জুয়া, ইয়াবা, গাজা এবং চান্দার টাকা ভাগাভাগি করতে গিয়ে সংঘর্ষ

বরিশালের গৌরনদীর বাটাজোড় ইউনিয়নের শিংগা গ্রামে জুয়া, ইয়াবা, গাজা এবং চান্দার টাকা ভাগাভাগি করতে গিয়ে অাওয়ামিলীগ দুই গ্রুপের সংঘর্ষ বাধে এসময় দেশীয় অাগ্নেয় অস্ত্র, ছুরি, রামদা ব্যাবহার করে এতে গুরুতর জখম হয় ৫ জন এবং ২০ জনের মতো অাহত হয়। স্হানীয় সূত্রে জানা যায় দুই গ্রুপ হলো অাসলাম ও কালাম শিকদার এক গ্রুপ এবং মিন্টু প্যাদা গ্রুপ। তারা সবসময় একসাথে সকল অনৈতিক কাজ করতো,অাজকে ভাগের গরমিল হওয়ার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সন্ত্রাসী গ্রুপের লিডার রানা, মুরাদ, হারুন উপস্থিত থেকে সংঘর্ষ সৃষ্টি করে। প্রতিদিন জুয়ার অাশোর বসায়,এখন গ্রামে মাদক হলো নিত্য দিনের পন্যের মতো। সরকারী দলের লোগো ব্যাবহার করে এইসব অপকর্ম করে বেরায়। এদের নির্মূল করতে প্রশাসন ব্যার্থ হলে সমাজ নষ্টের দার প্রান্তে চলে যাবে। গ্রামের সাধারণ মানুষের ভাস্য মতে,এই সব মানুষ সারাবছর কোনো কাজ করেনা গ্রামে এবং সমাজে অনৈতিক কাজ করে বেরায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest