নেত্রকোনার পূর্বধলায় স্থানীয়দের সহয়তায় ২৭ বস্তা চাল আটক

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

নেত্রকোনার পূর্বধলায় স্থানীয়দের সহয়তায় ২৭ বস্তা চাল আটক
রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা প্রতিনিধি:  নেত্রকোনার জেলার পূর্বধলা উপজেলার হোগলা বাজার থেকে স্থাানীয় মানুষের সহযোগিতায় পূর্বধলা ইউএনও বুধবার সকালে ২৭ বস্তা চাল উদ্ধার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মে কুলসুম জানান, চালগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। ইউএনও জানান, সকালে উপজেলার হোগলা চৌরাস্থা মোড়ের বাজারে দুটি মোটরসাইকেল যোগে পরিবর্তিত চারটি বস্তায় চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় মুক্তিযোদ্ধা সহ অন্যরা আটক করে। পরে স্থানীয় রাজিব নামে একজন প্রভাবশালী নেতা তাদেরকে মারধর করে মোটরসাইকেল চালকদের ছিনিয়ে নিয়ে যায়। এরপর এই চালের সূত্র ধরে বাজারের আতিকুল সরকারের সরকার ট্রেডার্স নামক একটি রাইসমিলের গুদাম থেকে ১৫ বস্তা, হোগলা শহর আলীর ছেলে কাশেম এর বাড়ি থেকে ৮বস্তা চালসহ মোট ২৭ বস্তা সরকারি চাল আটক করা হয়। আইনি কোন ব্যাবস্থা নেয়া হযেছে কিনা জানতে চাইলে ইউওন আরো জানান, যেহেতু কাউকে পাওয়া যায়নি তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারিনি। বাকিটা ওসির কাছ থেকে জেনে নেন। এদিকে ওসি ফোন না ধরলেও তদন্ত অফিসার মো. রফিকুল ইসলাম জানান, চালগুলো সরকারি বলে সন্দেহ করা হচ্ছে মাত্র। এ ব্যাপারে ওসির সাথে কথা বলতে বলেন। অন্যদিকে স্থানীয়রা জানান, দুটি মোটর সাইকেল জব্দ করা হয়। একটির নাম্বার ময়মনসিংহ-হ-১২-০১৫৩ অন্যটি নাম্বার বিহীন কোন কাগজপত্র নেই। চক্রের সাথে জড়িত পলাতক ব্যাক্তিরা হলেন হোগলার চলিতডহর গ্রামের আমিন খানের ছেলে রাজিব খান ও নূর ইসলামের ছেলে সোহাগ খান। তারাকান্দা উপজেলার খামারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দীনের ভাতিজা আশরাফুল ইসলাম সরকার ওএমএস চালের ডিলার। জানা যায় তার সাথে যোগাযোগ করে এই চাল আনা হয়েছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মনজুরুল হক ও ওসি এলএসডি মশিউর রহমান।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest