রাজশাহীতে ৯৬০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম শুরু, দলমতের ঊর্ধ্বে সবাইকে দেয়ার নির্দেশনা ডিসির

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

রাজশাহীতে ৯৬০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম শুরু, দলমতের ঊর্ধ্বে সবাইকে দেয়ার নির্দেশনা ডিসির
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগর ও জেলায় করোনা পরিস্থিতিতে দ্বিতীয় দফায় দুস্থ অসহায় ও গরিবদের মাঝে প্রায় ৯৬০ মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী জেলার দুর্গাপুরে দু’টি ইউনিয়নে বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। উপকারভোগীদের প্রত্যেককে ১০ কেজি করে চাল বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে। আর সরকারের এ চাল বিপদের সময় দল-মত নির্বিশেষে অভাবগ্রস্ত সবাইকে পৌঁছে দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে। রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে দ্বিতীয় দফায় রাজশাহী সিটি কর্পোরেশন, জেলার ১৪ টি পৌরসভা ও ৯ টি উপজেলায় ত্রাণ হিসাবে চাল চলে গেছে। প্রায় ৯৬০ মেট্রিক টন চালের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় প্রদান করা হয়েছে ২১১ মেট্রিক টন চাল, জেলার ১৪টি পৌরসভায় ১৭৪ মেট্রিক টন চাল ও জেলার ৯ টি উপজেলায় ৫৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এ চাল বরাদ্দ পাওয়ার পর থেকেই জেলার দুর্গাপুর উপজেলায় দুটি ইউনিয়নে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে অন্য বারের মত নয় এবার ১০ কেজির ব্যাগে করে উপকারভোগীদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী মাঝে পৌঁছে দেওয়া হবে। আগামী ২-৩ দিনের মধ্যে সুবিধাভোগী সবার বাড়িতে ত্রাণ পৌঁছে যাবে। কার্যক্রম চলছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক জানান, রাজশাহী সিটি কর্পোরেশন, ১৪ টি পৌরসভা ও ৯টি উপজেলায় প্রায় ৯৬০ মেট্রিক টন চাল ত্রাণ হিসাবে বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে ২১১ মেট্রিক টন, ১৪ টি পৌরসভায় ১৭৪ মেট্রিক টন ও ৯ টি উপজেলায় ৫৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এগুলো বিতরনের কার্যক্রম দুর্গাপুর উপজেলায় বৃহস্পতিবার শুরু হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে জেলায় উপকারভোগীদের মধ্যে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়ে যাবে। উপকারভোগীদের প্রত্যেককে ১০ কেজি করে চাল নিজ বাড়িতে পৌঁছে দেয়া হবে। ত্রাণ বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দল-মত নির্বিশেষে যারা প্রকৃত অভাবগ্রস্ত তাদের প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপদের সময় সবার পাশে দাঁড়াতে হবে। এদিকে, করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহী মহানগর ও জেলায় নতুন করে আরো ৩২ জনসহ ২৪৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তবে বর্তমানে ২৪৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলার নয়টি উপজেলায় ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এখন রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন ২৪৮ জন। ২৪৮ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৫ জন, বাঘা উপজেলায় ২৪ জন, চারঘাট উপজেলায় ৩২ জন, পুঠিয়া উপজেলায় ৮৩ জন, দুর্গাপুর উপজেলায় ০ জন, বাগমারা উপজেলায় ০ জন, মোহনপুর উপজেলায় ০ জন, তানোর উপজেলায় ৬১ জন, পবা উপজেলায় ০ জন ও গোদাগাড়ি উপজেলায় ৩ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে ১১০৯ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৩৫৭ জন। আজ বৃহস্পতিবার রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত রাজশাহীতে ৩ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest