ঘোড়াঘাটে ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

ঘোড়াঘাটে ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করোনা ভাইরাসের সন্দেহভাজন ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ বৃহঃপতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পার্থ জীময় সরকারের নেতৃত্বে ও মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন সহ ১১ সদস্যর একটি মেডিকেল টিম উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সন্দেহ ভাজন ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে। টিমের অন্যান্য সদস্যরা হলেন, এমটি (ল্যাব) মোঃ জয়নুল আবেদীন, এমটি (ল্যাব) মোঃরায়হানুল ইসলাম, এইচআই আঃসোবহান, এএইচআই বিমল চন্দ্র চক্রবতী, এইচএ মোঃ সাইদুর রহমান, এইচএ মোঃ এরশাদ খান, এইচএ ফিরোজ হোসেন, স্বেচ্ছাসেবক মোঃ আঃ হান্নান ও শহিদুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় আমাদের স্বাস্থ্য কর্মীরা গ্রাম ও পাড়া-মহল্লা থেকে সন্দেহ ভাজন করোনা রোগীদের তালিকা করেছে। সেই তালিকা থেকে অধিক সন্দেহভাজন রোগীদের নমুনা আমরা সংগ্রহ করছি। আমাদের নমুনা সংগ্রহ কার্যক্রম অব্যাহত আছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest