ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলা প্রতিনিধি ॥ ভোলায় ৪ দিন ব্যাপী আয়কর মেলার শুরু হয়েছে। রোববার (১৭ নভেম্বর)সকালে জেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। পরে জেলা প্রশাসক মিলনায়তনে মেলা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো: আবুল বাসার আকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুূপার সরকার মো: কায়সার,পৌর মেয়র মো: মনিরুজ্জামান,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার,প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান,ভোলা সার্কেল ১০ ও ১১ এর সহকারী কর কমিশনার মো: মাসুম বিল্লাহ, আয়কর আইনজীবী এ্যাভোকেট স্বপন কুমার সাহা ও জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি অবিনাশ নন্দী।
এসময় বক্তারা বলেন,বিশ্বে যেসব দেশ আজ উন্নত দেশ হিসাবে নিজেদের অধিষ্ঠিত হয়েছে,সেসব দেশের উন্নতির মূলে রয়েছে অভ্যন্তরীন আয়। আর এই আয়ের মূল হচ্ছে নাগরিকদের আয়কর। সেসব দেশের শতভাগ মানুষ আয়কর দেয়।
এসময় বক্তরা আরো বলেন, বাংলাদেশে উন্নয়নের যে ধারার সূচনা হয়েছে,তাকে অব্যাহত রাখতে হলে সবাইকে স্বত:প্রনোদিত হয়ে আয়কর পরিশোধ করতে হবে। এটা নাগরিক দায়িত্ব। নাগরিক রা যথাযথ ভাবে কর পরিশোধ না করলে দেশের উন্নয়ন-অগ্রগতি কোন ভাবে সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বেতে দেশ এগিয়ে যাচ্ছে। আত্মনির্ভরশীল জাতি হিসাবে বিশ্বে মাথা উচুঁ করে দাঁড়াতে চাই।এরই মধ্যে সে প্রচেষ্টা অনেক দূর এগিয়েছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে নিয়মিত কর প্রদানের জন্য সকল শ্রেনী-পেশার মানুষকে আহবান জানান বক্তারা।
এবারের মেলায় ১২৫ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর গত বছর আদায় হয়েছিলো ১১২ কোটি টাকা । প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। আগামী ২০ অক্টোবর আয়কর মেলা শেষ হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST