গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহতঃ

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহতঃ
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান ও পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোরের গুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একজন আহত হয়েছেন। বৃস্পতিবার ( ১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শহীদ (২৮)। আহতের নাম মুহিম (২৭)। তাকে গুলিবিদ্ধ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান বলে জানিয়েছেন ওসি আলমগীর হোসেন মজুমদার। ওসি বলেন, এএসআই কিশোর ছুটিতে কুতুবদিয়ায় তার গ্রামের বাড়িতে এসেছিলেন। সেখানে রাতে এ ঘটনা ঘটে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এএসআই কিশোর পলাতক রয়েছেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest