কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস
বুলবুল আহাম্মেদ, নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রামে করোনা ভাইরাস রোধে আয় উপার্যন বন্ধ হয়ে পড়া নিম্ন আয়ের ৭হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করে চলেছেন নাটোর ৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। ৭ হাজার পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দস জানান ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশেরে এই ক্রান্তিকালে আমার নির্বাচনী গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। মহামারি ঠেকাতে মানুষ মেনেও নিয়েছেন এই কড়াকড়ি। কিন্তু তাতে বিপদে পড়েছে ‘দিন আনা দিন খাওয়া’ মানুষ। কাজ নেই, নেই টাকা। কিন্তু পেটের ক্ষুধা তো শুনবে না সে কথা। এমন বাস্তবতায় বড়াইগ্রাম উপজেলার অসহায় মানুষকে সহযোগিতায় এগিয়ে এসেছেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও গুরুদাসপুর-বড়াইগ্রামের সাংসদ অধ্যাপক মো: আব্দুল কুদ্দুস। খাদ্য সামগ্রী ছাড়াও অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন নগদ অর্থ। হঠাৎ কর্মহীন এসব দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলের মতো ভোগ্যপণ্যগুলো প্যাকেট করে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নিজস্ব তহবিল হতে প্রথমে ২ হাজার পরবর্তীতে আরও ৫ হাজার অসহায় পরিবারকে সহযোগিতা করে যাচ্ছি। করোনা ভাইরাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি এই সহায়তা চালিয়ে যাব। নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আরো বলেন, করোনা যাতে সংক্রমিত হতে না পারে, সে জন্য মানুষকে ঘরে থাকার কথা বলা হয়েছে। কিন্তু ঘরে যদি খাবার না থাকে, তাহলে তারা ঘরে কীভাবে থাকবে? খাবার জোগাড় করতে তাঁকে বের হতেই হবে। আর সেটা ডেকে আনতে পারে মহাবিপদ। তাই তাদের খাবার নিশ্চিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এই বিপদে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। তবে এই সহায়তা করার সময় যাতে মানুষে মানুষে দূরত্ব থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে। ব্যক্তিগত ছাড়া সরকারি তহবিল থেকেও দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest