রাজশাহীতে জ্বর নিয়ে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

রাজশাহীতে জ্বর নিয়ে চিকিৎসাধীন যুবকের মৃত্যু
রাজশাহী ব্যুরো : রাজশাহী রোগ সংক্রামক ব্যধি (আইডি) হাসপাতালে আইসোলেশনে থাকা চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয় । নিহতের বাড়ি নাটোরের নলডাঙ্গা থানার মাধনগর গ্রামে।
জানা গেছে, গতকাল শুক্রবার তিনি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রামেক হাসপাতাল থেকে তাকে রাজশাহী আইডি হাসপাতালে পাঠানো হয়। এরপর আজ সকালে তার মৃত্যু হয়। পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটি পরীক্ষা করা হবে। রাজশাহী মেডিকেল কলেজ

হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও করোনা নিয়ে গঠিত টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার ৪ দিনের জ্বর ও শরীরে র‍্যাশ ছিল। আইডি হাসপাতলে আরো তিন জন ভর্তি আছে। এর মধ্যে দুইজন রাজশাহী মহানগরীর শালবাগান ও কলাবাগান এবং অপরজন নওগাঁর মহাদেবপুর এলাকার বাসিন্দা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest