কলাপাড়ার লালুয়া ইউনিয়নে দুইশত পরিবারের মাঝে সরকারি চাল বিতরন

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

কলাপাড়ার লালুয়া ইউনিয়নে দুইশত পরিবারের মাঝে সরকারি চাল বিতরন
ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে ১০ কেজি করে ২০০ পরিবারের মধ্যে সরকারি চাল বিতরন করা হয়। ইউনিয়ন পরিষদের সামনে হতে শনিবার সকাল ১০ টায় এ বিতরন করা হয়। করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ চাল বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাধারন মানুষগুলো সামাজিক দুরত্ব বজায় রেখে চাল নেয়ার জন্য গোল দাগের মধ্যে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে। একজনের পরে অন্যজন পর্যায়ক্রমে এসে সু-সংবদ্ধভাবে চাল গ্রহন করছে। তালিকার নাম ধরে ধরে জনপ্রতি দশ কেজি করে তিনজনকে ত্রিশ কেজির একটি বস্তা দেয়া হয়। এসময় উপজেলা একাডেমীক শিক্ষা অফিসার (চাল বিতরনের দায়িত্বরত ট্যাগ অফিসার) মো. মনিরুজ্জামান খাঁন, ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস ও ইউপি সদস্যসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা একাডেমীক শিক্ষা অফিসার (চাল বিতরনের দায়িত্বরত ট্যাগ অফিসার) মো. মনিরুজ্জামান খাঁন জানান, তালিকা ধরে দুই’শ পরিবারের মধ্যে আজ ১৮৩ পরিবারকে চাল বিতরণ করেছি। যারা উপস্থিত হতে পারেনি তাদের চাল হিসেব করে পরিষদের গোডাউনে রেখে আসছি। আগামীকাল তাদের চাল বিতরন করা হবে।

 


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest