দিরাইয়ে গোলটেবিলে বসে পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত ৫৫৫ জন

প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

দিরাইয়ে গোলটেবিলে বসে পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত ৫৫৫ জন

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: একটি গোলটেবিলে ৫ জন পরীক্ষার্থী ,আবার কোন টেবিলে ৪ জন পরীক্ষার্থী মিলেমিশে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। ওখানে পরীক্ষার হলের কোন পরিচয় নেই। গোল টেবিলে একত্রে বসার কারণে পরীক্ষার খাতা পাশাপাশি থাকায় পরীক্ষার্থীরা একে অপরের খাতা সহজেই দেখতে পারছে। এমনকি পরীক্ষায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের চোখের সামেনেই অসদুপায় অবলম্বন করে অনেক পরীক্ষার্থীরা খাতায় লিখেছে। রবিবার সরেজমিন দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের আলোর দিশারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে এমন চিত্র দেখা যায়। তবে কেন্দ্র সচিব আলোর দিশারী মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক আবদুল মালেক বলছেন, বিগত চার বছর ধরে এমনিভাবেই তারা পরীক্ষা নিচ্ছেন এবং সকলেই এ ব্যাপারে অবগত রয়েছেন। তিনি বলেন, এতে দোষের কিছু নেই। পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে বলেও দাবী তাঁর। স্থানীয়রা জানান, সরকারের নির্দেশ অমান্য করে নিজেদের মত করে আসন বিন্যাস করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শিক্ষক জানান, শুধু এই কেন্দ্রেই নয় উপজেলার সবকটি কেন্দ্রেই এমন অবস্থা এবং কোন কোন কেন্দ্রে একই বিদ্যলয়ের ৩/৪জন পরীক্ষার্থী একই ব্রেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হালিম বলেন, উপজেলার ব্রেঞ্চ সংকটের কারণে গোল টেবিলে এ কেন্দ্রে আসন বিন্যান করা হয়েছে, সোমবার থেকে ব্রেঞ্চ সংগ্রহ করে সরকারের নির্দেশ মোতাবেক আসন বিন্যাসের ব্যবস্থা করা হবে। জানা গেছে, এ বছর দিরাই উপজেলার সরকারি ১৬০ টি, আনন্দ স্কুল ৪০ টি, ব্রাক ১৫টি ও বেসরকারি ১৬টিসহ মোট ২৩৯টি বিদ্যালয়ের ১৫টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ হাজার ৮১১ জন শিক্ষার্থী ও এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও শুরুতেই অনুপস্থিত রয়েছেন ৫৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ২৫৭ এবং মেয়ে ২৯৮ জন। বিপুল সংখ্যক অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে শিক্ষা অফিসার আবদুল হালিম জানান, এত শিক্ষার্থী অনুপস্থিত বিষয়টি বুঝতে পারছি না, তবে গরীব এলাকায় কাজকর্মে অনত্র চলে যাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি দাবী করছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest