রাজশাহীতে আইশোলেসনে মারা যাওয়া যুবক করোনা আক্রান্ত ছিলেন না

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

রাজশাহীতে আইশোলেসনে মারা যাওয়া যুবক করোনা আক্রান্ত ছিলেন না
রাজশাহী ব্যুরো : রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবক করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন রামেক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আজিজুল হক আযাদ। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আজ রোববার তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো জানান, নাটোরের নলডাঙ্গা থেকে চিকিৎসা নিতে আসা যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষার পর তার করোনা নেগেটিভ আসে। তার শরীরে জ্বর ও র‍্যাশ ছিল। এছাড়াও আইসোলেশন এ থাকা পাঁচজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় তারা প্রত্যেকেই করোনা নেগেটিভ। তাদের শরীরে করোনা ভাইরাস নেই। তারা এখন সুস্থ রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা থেকে ১৯ বছর বয়সী এক যুবক রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন সেখান থেকে তাকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest