বড়াইগ্রামে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম, মামলা ২

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

বড়াইগ্রামে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম, মামলা ২
বুলবুল আহাম্মেদ,নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায়, দিনমজুর মানুষের মাঝে ত্রাণ পৌছে দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষে ত্রাণের তালিকা তৈরী করায় উজ্জল হোসেনকে (২২) পিটিয়ে জখম ও তার মা রুপসী বেওয়াকে (৬০) লাঞ্চিত করার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের পুত্র পিয়াস ও সহপাঠিদের বিরুদ্ধে। এ ব্যাপারে পরষ্পর-পরষ্পরের বিরুদ্ধে অভিযোগ এনে থানায় মামলা করেছে উভয় পক্ষ। গত বুধবার উপজেলার চান্দাই ইউনিয়নের তেলো গ্রামে উজ্জল হোসেনের নিজ বসত বাড়িতে এ ঘটনা ঘটে। উজ্জল হোসেন উপজেলার চান্দাই ইউনিয়নের তেলো গ্রামের মৃত সাইফুল মোল্লার ছেলে ও স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। উজ্জল হোসেন জানান, উপজেলা চেয়ারম্যানের পক্ষে ত্রাণ বিতরনের জন্য আমি একটি তালিকা তৈরী করতেছিলাম। বুধবার সন্ধায় হঠাৎ করে আমার বাড়িতে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান খেচুর ছেলে পিয়াসের নেতৃত্বে ১৪/১৫ জন এসে আমাকে মারপিট শুরু করে। আমাকে জি আই পাইপ ও হকিষ্টিক দিয়ে আহত করে তারা। আমার মা এগিয়ে গেলে লাঞ্চিত ও অশ্লিল ভাষায় গালিগালাজ করে তাকেও। পরে স্থানীয়রা এসে আমাদেরকে উদ্ধার করেন এবং আমাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। তিনি আরো বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে ছাত্রলীগ নেতা হয়ে ত্রাণের তালিকা তৈরী করতে পারবো না। কোন দেশে বসবাস করি আমরা। একটি মামলার অভিযোগকারী ভিকটিম উজ্জল হোসেনের চাচা সহিদুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের লোকজন অন্যায়ভাবে উজ্জলকে বেধড়ক মারপিট করেছে। আ’লীগ নেতাদের নির্দেশে সে ত্রাণ সামগ্রী বিতরণের একটি তালিকা প্রস্তুত করতেছিল। এ ঘটনায় তাকে মারপিট করা হয়। চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান খেচু বলেন, উজ্জল হোসেন এক জন মাদক সেবনকারী যুবক। আমার বিরুদ্বে মিথ্যা, বিভ্রান্তীমূলক কিছু তথ্য প্রচার করার কারণে এলাকাবাসী কিছু চর-থাপ্পড় দিয়েছে। এর বেশী কিছু আমি জানিনা। উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ত্রাণ দেওয়ার জন্য চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম হোসেনকে ও সাধারণ সম্পাদক মো. ইন্তাজ আলীকে একটি তালিকা প্রস্তুতের জন্য আমি বলেছিলাম। তারা ছাত্র লীগের নেতা উজ্জল হোসেনকে এ দায়িত্ব দেন বলে শুনেছি। তালিকা প্রস্তুতকরণ বিষয়ে স্’ানীয় ইউপি চেয়ারম্যানের লোকজন তাকে পিটিয়ে আহত করেছেন। এ ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার হওয়া দরকার। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার্ দিলিপ কুমার দাস বলেন, এ ব্যাপারে চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান খেচু বাদী হয়ে একটি এবং অপরপক্ষে সহিদুল ইসলাম বাদী হয়ে অন্য একটি মামলা গত শনিবার সন্ধ্যায় দায়ের করেছেন। উভয় মামলার অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest