এসএম স্বপন,বেনাপোলঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শার্শার গৃহবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখা ও বেনাপোল নামাচার্য হরিদাস ঠাকুর পাটবাড়ি আশ্রমের উদ্যোগে শার্শার ১০টি ইউনিয়নে সনাতন ধর্মালম্বী মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। শার্শার ৫০০টি সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে গতকাল রোববার নাভারন ও আজ সোমবার বেনাপোল হরিদাস ঠাকুর পাঠপাড়ি আশ্রমে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, হরিদাস ঠাকুর পাটবাড়ি আশ্রমের সভাপতি শ্রী তাপস বিশ্বাস, সহ-সভাপতি জগদীশ স্বর্নকার, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস, সাধারন সম্পাদক নীলকোমল সিংহ, যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক গৌতম রায় প্রচার সম্পাদক যাদব দাস, ভারপ্রপ্ত অর্থ সম্পাদক শ্যামলদাস, পাটবাড়ি আশ্রম বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উজ্জল বিশ্বাস, পাটবাড়ি আশ্রমের তীর্থ যাত্রী দর্শনার্থী সম্পাদক শেখর দাস ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদক সহ পাটবাড়ি আশ্রমের যুব পরিষদের নেতৃবৃন্দ।