রামেক হাসপাতালের চিকিৎসক-নার্স সহ ৪২ কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

রামেক হাসপাতালের চিকিৎসক-নার্স সহ ৪২ কোয়ারেন্টাইনে
রাজশাহী ব্যুরো : চিকিৎসাধীন রোগীর করোনা পজিটিভ হওয়ার পর ২১ জন চিকিৎসক, ১২ জন নার্স ও ৯ জন কর্মচারীসহ মোট ৪২ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। এছাড়াও একটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১ জন রোগী ভর্তি হয়। তাকে সাধারণভাবে চিকিৎসা দেয়া হয়। তার তেমন কোনো লক্ষণ ছিল না। তারপরও তার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। এরপর তার সংস্পর্শে আসা চিকিৎসক-নার্স ও কর্মচারীসহ ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে করেন পাঠানো হয়। এছাড়া ওয়ার্ড লকডাউন করা হয়েছে। রামেকে করোনা নিয়ে চিকিৎসাধীন রোগীর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। তার বয়স প্রায় ৮০ বছর।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest