বরগুনার তালতলীতে নতুন ইউএনও আসাদুজ্জামানের যোগদান

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

বরগুনার তালতলীতে নতুন ইউএনও আসাদুজ্জামানের যোগদান
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :-  বরগুনার তালতলীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন মো: আসাদুজ্জামান। বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। জানা যায়, মো. আসাদুজ্জামান ৩৩তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। ২০১৪ সালে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে টাঙ্গাইল প্রশাসনে তার কর্ম জীবন শুরু করেন । সেখানে এনডিসি হিসেবে দেড় বছর সুনামের সাথে কর্ম, বিভিন্ন স্থানীয় ও সংসদ নির্বাচনে সাহসিকতার সাথে দায়িত্ব পালন,বালুমহল, ড্রেজার, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, খাদ্যে ভেজালের, মোটরযান এর উপর ব্যাপক প্রসারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এরপর ২০১৮ সালে সহকারী কমিশনার ভূমি হিসেবে পদায়ন হয় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। সেখানেও ভূমি ব্যাবস্থাপনা, ই মিউটেশন বাস্তবায়ন, কৃষি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্তে অগ্রণী ভূমিকা পালন করেন। সেখানেই ২০১৮ সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে অত্যন্ত দায়িত্বশীল ভাবে কাজ করেন। একই সালে বদলী হন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে। সেখানে উপজেলা নির্বাহী অফিসার না থাকায় তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রায় ১০ মাস দ্বায়িত্ব পালন করেন। এরপর তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে বরগুনায় পদায়ন হয়। ২০১৯ সালের নভেম্বর থেকে বর্তমানের করোনা পরিস্থিতি তে তিনি দক্ষতা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন। গত ২০২০সালের ২১ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপজেলা নির্বাহী হিসেবে ন্যস্ত করা হয়। এর পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বরগুনার তালতলী উপজেলায় পদায়ন করা হয়। আজ ২৩ এপ্রিল সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ে তিনি যোগদান করেন।এর আগে প্রায় ৬ মাস এ উপজেলায় এসিল্যান্ড সেলিম মিঞা উপজেলা নির্বাহী অফিসারের দ্বায়িত্ব পালন করছেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এই করোনা ভাইরাসের মাহারীতে উপজেলার মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাবো।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest