নাটোরের বড়াইগ্রামে ভর্তূকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টর মেশিন প্রদান

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

নাটোরের বড়াইগ্রামে ভর্তূকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টর মেশিন প্রদান

বুলবুল আহাম্মেদ,নাটোর প্রতিনিধি: নাটোর জেলায় প্রায় আড়াই কোটি টাকা ভর্তূকি মূল্যে ধান কাটা ও মাড়াই কার্যক্রমের জন্যে ১৭টি কম্বাইন্ড হারভেস্টর মেশিন বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে শেষ কম্বাইন্ড হারভেস্টরটি কৃষকের হাতে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।
উপজেলার বনপাড়ার পৌরসভার মালিপাড়া এলাকার কৃষক মিজানুর রহমানের হাতে হারভেস্টরের চাবি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আনোয়ার পারভেজ, উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার সরকার জানান, কৃষি মন্ত্রণালয়ের কৃষি যন্ত্রপাতি উন্নয়ন সহায়তা, বাস্তবায়ন ও মনিটরিং সেল এর আওতায় চলতি বোরো মৌসুমে জেলার কৃষকদের জন্যে ভর্তূকি মূল্যে মোট ১৭টি কম্বাইন্ড হারভেস্টর মেশিন বরাদ্দ করা হয়। ২৯ লক্ষ টাকা মূল্যমানের এসব মেশিন ১৪ লাখ টাকা ভর্তূকি মূল্যে সাতটি উপজেলার কৃষক পর্যায়ে বরাদ্দ দে’য়া হয়। এরআগে নাটোর সদর উপজেলায় চারটিসহ অন্যান্য উপজেলায় বিতরণ কাজ সম্পন্ন হয়।
বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার ইকবাল হোসেন জানান, কম্বাইন্ড হারভেস্টর এক ঘন্টায় এক একর জমির ধান কাটতে ও মাড়াই করতে সক্ষম। এভাবে ধান কাটা হলে প্রতি বিঘা জমির ধান কাটা ও মাড়াই কার্যক্রমে কৃষকের সাশ্রয় হবে এক হাজার তিনশ’ টাকা। পাশাপাশি শ্রমিক সংকট সমস্যারও উত্তরণ ঘটবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest