ঢাকা ৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
মোঃ সাগর মল্লিক খুলনা ব্যুরো :বাগেরহাটের কচুয়ায় স্বেচ্ছাশ্রমে কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাজী মাজেদুল হক নোমান এর উদ্যেগে গরীব কৃষকের ধান কেটে দেওয়া হয়। বুধবার দুপুর ২টা থেকে সন্ধা ৬.৩০.পর্যন্ত উপজেলার ধোপাখালী ইউনিয়নের অন্তর্গত গুচ্ছগ্রামের গরীব কৃষক দেলোয়ার ফকিরের মাঠে এ ধান কাটা হয়। এ ব্যাপারে কৃষক দেলোয়ার হোসেন বলেন,অনেক কষ্ট ও ধার -দেনা করে অন্যের জমিতে ধান রোপণ করেন। ধান পাকলেও শ্রমিক সংকট এবং অধিক শ্রমের মূল্য দাবি করায় তিনি ধান কাটতে পারেননি। ধান কাটতে না পারায় একপর্যায়ে তিনি অসহায় হয়ে পড়েন।বিষয়টি জানতে পেরে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নোমান ইউনিয়ন ছাত্রলীগ,ও স্বেচ্ছাসেবীদের নিয়ে স্বেচ্ছায় অসহায় কৃষকের ধান কাটা কর্মসূচি গ্রহন করেন। এ ধান কাটায় আরো অংশ নেন ধোপাখালী ইউনিয়ন ছাত্রলীগের হাসান,হাসিব,মেহেদি, শিমুল,আজমাইন, সোহেল এছাড়া শামীম,সাইফুল,অনুপ,মেহেদী খান, লিমন স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST